বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইমরানের ভাগ্য পরীক্ষা শুক্রবার

প্রধানমন্ত্রী পদে ইমরান খানের ইস্তফা এখন শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তানের রাজনৈতিক মহলের ধারণা, ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি বৈঠকের পরেই তাঁর ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। আগামী শুক্রবার পাকিস্তান পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে। ক্ষমতা বাঁচাতে রবিবারও তিনি বলেন, দলের ২৪ জন বিক্ষুব্ধ সাংসদ যদি ফিরে আসেন, তিনি তাঁদের ‘করুণাময় ঈশ্বরের মতো’ ক্ষমা করে দেবেন। কিন্তু, তাঁদের মন পরিবর্তনের আপাতত কোনো ইঙ্গিত মিলছে না বলে আভাস দিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। ফলে অনাস্থা ভোটে ইমরানের পার না পাওয়ার সম্ভাবনাই বেশি। এ অবস্থায় পাকিস্তানে ফের সেনাশাসনে ফেরার সম্ভাবনা বাড়ছে। স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময়েই সামরিক শাসকের হাতে থেকেছে পাকিস্তান। বেশ কিছুদিন ধরেই সেনাবাহিনীর ‘অপছন্দের’ প্রধানমন্ত্রী হয়ে গেছেন ইমরান। ইউক্রেন সংকটের জন্য ইমরান আমেরিকা ও ইইউকে চটানোয় প্রধানমন্ত্রী ইমরান পাক সেনাবাহিনীর চক্ষুশূল হয়েছেন।

সর্বশেষ খবর