বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

টোকিও প্রথমবারের মতো বিদ্যুৎ সংকটে

গত সপ্তাহে উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরই টোকিওসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। ভূমিকম্পের প্রভাবেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যায়। দেশটির সরকার প্রথমবারের মতো এক সতর্কবার্তায় টোকিও ও টোহোকুর বাড়িঘর ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয় রোধ করে গ্রাহকদের বিদ্যুৎ সংরক্ষণের আহ্বান জানায়। সতর্কতার মাঝেই গতকাল জাপানের বেশ কিছু অঞ্চল ডুবে যায় অন্ধকারে।

অসময়েও পূর্ব জাপানের আবহাওয়া শীতল। এ অবস্থায় বিদ্যুৎ    সংকট কমাতে, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোং (টেপকো)     জানায়, তারা সাতটি আঞ্চলিক ইউটিলিটি থেকে ১.৪২ মিলিয়ন কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাবে। বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হওয়ায় ২২ লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে।

 

সর্বশেষ খবর