শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বরিসের পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে তুলকালাম

২০২০ সালের জুনে কঠোর লকডাউন চলছিল ব্রিটেনে। জনসনের বিরুদ্ধে অভিযোগ, ওই সময় করোনার বিধিনিষেধ ভেঙে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। আর এ অপরাধে বরিস জনসন, তার স্ত্রী ক্যারি জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করেছে পুলিশ। প্রধানমন্ত্রীসহ ব্রিটেনের শীর্ষস্থানীয় নেতৃত্বের এই জরিমানা গোনার ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে। প্রায় সবকটি শীর্ষস্থানীয় ব্রিটিশ সংবাদপত্রেই প্রথম পাতায় স্থান করে নিয়েছে এ খবর।

প্রথম সারির দৈনিক দ্য গার্ডিয়ানের প্রথম পাতায় বরিস ও ঋষি সুনাকের পাশাপাশি দাঁড়িয়ে থাকার ছবিসহ একটি খবর ছাপা হয়েছে। খবরের শিরোনাম : ‘প্রধানমন্ত্রী : আমি নিজেই নিজের আইন ভেঙেছি, তা সত্ত্বেও পদত্যাগ করব না’।

আরেক শীর্ষস্থানীয় দৈনিক মিরর লিখেছে, ‘নেতৃত্ব দিচ্ছেন মিথ্যুক ও আইন ভঙ্গকারীরা’। এ ছাড়াও লিড করেছে, মেট্রো, দ্য ফিন্যান্সিয়াল টাইমস, ডেইলি আই, ডেইলি মেইল ইত্যাদি।

সর্বশেষ খবর