ইউরোপজুড়ে ২২টি দেশের পরিচালিত এক যৌথ অভিযানে পুলিশ মানব পাচারে জড়িত সন্দেহে ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইউরোপোল গতকাল একথা জানিয়েছে। সংস্থাটি জানায়, ১৩ জুন পর্যন্ত চলেছে এ গ্রেফতার অভিযান। একইসঙ্গে এ অভিযানে মানব পাচারের শিকার হওয়া শতাধিক জনকে চিহ্নিত করা হয়েছে।
ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ইউরোপের সমুদ্র, স্থলভাগ এবং আকাশ সীমান্তের মূলত সবচেয়ে ব্যস্ত রুটে দুই লাখ যানবাহন এবং প্রায় ১০ লাখ মানুষকে তল্লাশি করা হয়েছে। বসনিয়া হারজেগোভিনা, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া, ইউক্রেন, ব্রিটেন ও লিচটেনস্টাইনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৫টি দেশ এবং প্রায় ২২ হাজার ৫০০ আইন প্রয়োগকারী কর্মকর্তা এ অভিযানে অংশ নিয়েছে।