রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরানি ড্রোন

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরানি ড্রোন

ইউক্রেনের বিভিন্ন শহরে ইরানের তৈরি ‘কামিকাজে’ বা ‘শাহেদ-১৩৬’ ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে রাশিয়া। বেশ কয়েক মাস ধরেই এ দাবি করে আসছে কিয়েভের ক্ষমতাসীন অনেকে। রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতের মর্যাদা খর্ব করার মতো ব্যবস্থাও নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন।

এবার ইরানের এমন কর্মকান্ডের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী সোমবার তারা এ বিষয়ে আলোচনা করবেন। ইরানের ড্রোন ও এ জাতীয় কর্মকান্ডের ওপর নিষেধাজ্ঞার দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের এ সভা থেকে। ইউক্রেন জানিয়েছে, ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন সাম্প্রতিক হামলায় ব্যবহার করেছে রাশিয়া। যদিও ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করার বিষয়টি অস্বীকার করেছে। আর এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। রয়টার্স

সর্বশেষ খবর