নতুন নির্বাচনের দাবিতে গত শুক্রবার দ্বিতীয় দফা লংমার্চ কর্মসূচি শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। গতকাল গুজরানওয়ালায় লংমার্চে বক্তব্য রাখেন ইমরান। সেখানে তিনি নির্বাসনে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার নিজের সংসদীয় আসনে পরাজিত করার প্রত্যয় ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি সিন্ধুতে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে দেখে নেওয়ার ঘোষণা দিয়েছেন। চলমান লংমার্চে সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘শক্তিধরদের সঙ্গে সমঝোতার মাধ্যমে’ দেশে ফেরার অপেক্ষায় আছেন নওয়াজ শরীফ। তার এ বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে ক্ষমতাসীন জোট সরকার। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) তালাল চৌধুরী বলেছেন, ইমরান খান চাইছেন দেশে সামরিক শাসন আসুক। তার এই খায়েস পূরণ হবে না। সামরিক শাসন নিয়ে ইমরান খানের বক্তব্যের নিন্দা জানিয়েছেন শেরি রেহমান।