আজ থেকে ১২ কোটি বছর আগে পৃথিবীতে দাবড়িয়ে বেড়াত ডাইনোসর। এর মধ্যে চীনের বনাঞ্চলে বিচরণ করত চার পাখার ডাইনোসর। তবে এরা ডাইনোসর হলেও এদের আকৃতি ছিল এখনকার কাকের সমান। মাইক্রোর্যাপ্টরস নামে পরিচিত এ ডাইনোসর প্রজাতির বিষয়ে গবেষকরা এরই মধ্যে অনেক কিছু নিশ্চিত হয়েছেন। তবে তারা কী খেত এবং কীভাবে খেত তা এতদিন জানা যায়নি। এবার সেই রহস্যেরও একটি কিনারা করা গেল। সায়েন্স অ্যালার্টের এক রিপোর্টে জানানো হয়েছে, সম্প্রতি মাইক্রোর্যাপ্টরসের এমন একটি ফসিল আবিষ্কার হয়েছে যা থেকে এর সর্বশেষ খাবার কী, তা জানা গেছে। বিস্ময়কর হলেও মাইক্রোর্যাপ্টরস একটি স্তন্যপায়ী প্রাণীকে খেয়েছিল। এ নিয়ে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যানস লারসন বলেন, আমরা প্রথমে এটা বিশ্বাসই করতে পারছিলাম না।
তবে এর পেটে আসলেই একটি ছোট ইঁদুরের মতো স্তন্যপায়ী প্রাণীর পা ছিল, যা প্রায় ১ সেন্টিমিটার লম্বা। এ দীর্ঘ বিলুপ্তপ্রায় প্রাণীদের খাদ্য গ্রহণ সম্পর্কে আমাদের কাছে এ আবিষ্কারগুলোই একমাত্র দৃঢ় প্রমাণ। পাশাপাশি এগুলো বেশ বিরলও বটে। ২০০০ সালে চীনের লিয়াওনিংয়ে মাইক্রোর্যাপ্টরের প্রথম জীবাশ্ম পাওয়া যায়।