মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিবিসির রিপোর্ট

চীনের হেনানে ৯ কোটি মানুষ করোনায় আক্রান্ত

চীনের তৃতীয় প্রধান জনবহুল প্রদেশ হেনান। সেখানকার প্রায় ৯০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত। এ সংখ্যা হবে কমপক্ষে ৮ কোটি ৮৫ লাখ। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা কান কুয়ানছেং সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সম্প্রতি লকডাউন, কোয়ারেন্টাইন এবং গণহারে পরীক্ষা করানোর প্রতিবাদে বিরল বিক্ষোভ হয় চীনে। জনতার এ দাবির মুখে সরকার বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দেয়। যদিও অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য চীন সরকার ডিসেম্বরে জিরো-কভিড নীতি বাতিল করে। তুলে নেওয়া হয় সব বিধিনিষেধ। ৮ জানুয়ারি থেকে আকাশপথ, স্থলপথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে, এতে ভয়াবহভাবে নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে জায়গা নেই। করিডরে স্ট্রেচারের ওপর অবস্থান করছে রোগী। এসব নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছে।

সর্বশেষ খবর