বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় ব্রাজিলজুড়ে গণগ্রেফতার

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা দেশটির পার্লামেন্ট, প্রেসিডেনশিয়াল প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর ঘটনায় ১৫ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শপথ নেওয়ার এক সপ্তাহ পর এ নজীরবিহীন হামলার ঘটনা ঘটে। প্রেসিডেন্ট লুলা এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ বলে উল্লেখ করেছেন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলসোনারো গত অক্টোবরের নির্বাচনের হারকে মেনে নেননি এবং তিনি গত পয়লা জানুয়ারি ক্ষমতা হস্তান্তর না করেই যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। সোমবার পেটের ব্যথার কারণে তাকে ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে এখন ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর রাস্তায় বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় রাস্তা পাওলিস্তা এভিনিউয়ের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ওই রাস্তাটি বন্ধ করে গান গাইছে, নাচছে এবং ন্যায়ের পক্ষে স্লোগান দিচ্ছে।

সর্বশেষ খবর