শিরোনাম
শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সিট বেল্ট না বাঁধায় ক্ষমা চাইলেন ঋষি সুনাক

সিট বেল্ট না বাঁধায় ক্ষমা চাইলেন ঋষি সুনাক

এই মুহূর্তে বেশ চর্চায় আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নানা ঘটনার পর প্রধানমন্ত্রীর পদ, ক্ষমতা কীভাবে সামলাচ্ছেন, কী কী নতুন সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেসব নিয়ে রোজ চর্চা। এর মধ্যেই তিনি ক্ষমা চাইলেন। আচমকা দেখা যায়, প্রচার অভিযানের ভিডিও করার সময় গাড়িতে ছিলেন অথচ তিনি সিটবেল্ট পরেননি। এ ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয় সমালোচনা। সামাজিক মাধ্যমে অনেকেই লিখতে শুরু করেন, ফের নিয়ম ভাঙলেন তিনি। নিয়ম সবার জন্য এক হওয়া প্রয়োজন। সুনাক বৃহস্পতিবার গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের গন্তব্যে যান। চলন্ত গাড়িতে তিনি কিছু সময়ের জন্য সিটবেল্ট সরিয়ে নিয়েছিলেন। তাঁর দাবি, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর জন্য তাঁর সিটবেল্ট সরান। এ প্রসঙ্গে ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সুনাকের মুখপাত্র জানান, তিনি অল্প সময়ের জন্য গাড়ির সিটবেল্ট খুলেছিলেন। এমন ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, গাড়ি চলাকালীন সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

সর্বশেষ খবর