মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এখন আতঙ্ক ছড়াচ্ছে জাপানি ফ্লু

এখন আতঙ্ক ছড়াচ্ছে জাপানি ফ্লু

গত কয়েক বছর বিশ্ব তটস্থ করোনা সংক্রমণে। তবে নতুন বছরের প্রথম দিক থেকে এর ধার কমতে শুরু করেছে। কিন্তু এরই মধ্যে ফের খারাপ খবর আসতে শুরু করেছে জাপান থেকে। সেখানে প্রবল মাত্রায় সংক্রমণ ছড়িয়েছে। তবে এ সংক্রমণ কভিডের জন্য নয়। এই সংক্রমণ ছড়িয়েছে এক জাপানি ফ্লুর জেরে। এক সপ্তাহে ৫১ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। জাপানের প্রায় ৫ হাজারের বেশি চিকিৎসা প্রতিষ্ঠান গত সাত দিনে মোট ৫১ হাজারের বেশি ইনফ্লুয়েঞ্জা কেস রিপোর্ট করেছে। এটাকে বিশ্লেষকরা মহামারি বলেও আখ্যায়িত করেছেন। ২০২১ এবং ২০২২ সালেও এই ফ্লু জাপানে মাথাচাড়া দিয়েছিল। কিন্তু তখন করোনা নিয়ম অত্যন্ত কঠোর থাকায় সেখানকার বাসিন্দারা সতর্ক ছিলেন।

সর্বশেষ খবর