শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাখমুত জয়ের মিশনে রাশিয়া

কয়েক মাস ধরে লাগাতার চেষ্টা চলছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলের। এ লক্ষ্যে আস্তে আস্তে আক্রমণ জোরদার করেছে রুশবাহিনী। দোনেৎস্কের ধ্বংসপ্রাপ্ত এই শহরটি দখলের মাধ্যমে অঞ্চলটির আরও ভিতরের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রুশ বাহিনীর। অন্যদিকে, প্রবল রুশ আক্রমণের মধ্যেও খনিজ সমৃদ্ধ শহরটিকে আঁকড়ে রেখেছে ইউক্রেনীয় সেনারা।

রাশিয়া জানায়, বাখমুত দখলের এই যুদ্ধ হবে গত এক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ। বাখমুত দখলের মাধ্যমে শিল্প অঞ্চল দনবাসকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা করছে তারা। এক সময় ৭০ হাজার বাসিন্দার শহরটিতে এখন মাত্র সাড়ে চার হাজার মানুষের বসবাস। ইউক্রেন সামরিক বাহিনীর এক সদস্য বুধবার রাতে জানান, কোনো ধরনের বাধা ছাড়াই রুশ বাহিনী বাখমুত দখলের প্রচেষ্টা চালাচ্ছে। ইউক্রেন সংসদ সদস্য সেরহি রাখমানিন বলেন, ‘আজ নয় কাল বাখমুত ছাড়তে হবে আমাদের। যেকোনো মূল্যে সেটিকে ধরে রাখার কোনো মানে হয় না। তবে এই মুহূর্তে বাখমুত ধরে রাখার কিছু উদ্দেশ্য আছে। প্রথমত, যথাসম্ভব রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে এতে এবং দ্বিতীয়ত, এর ফলে রুশ বাহিনীর গোলাবারুদের পরিমাণও কমতে থাকবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর