শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আসামে মাদরাসা বন্ধ করতে চান মুখ্যমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

আসামে মাদরাসা বন্ধ করতে চান মুখ্যমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ধীরে ধীরে রাজ্যের সব মাদরাসাই বন্ধ করে দেওয়া হবে। তার অভিমত রাজ্যে মাদরাসার কোনো প্রয়োজন নেই। কর্ণাটকের বেলাগাভি শিবাজী মহারাজ গার্ডেনে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে গতকাল হিমন্ত এসব মন্তব্য করেন। তিনি বলেন ‘আমি আসাম থেকে এসেছি। প্রতিদিন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আসামে প্রবেশ করছে। আমাদের সভ্যতা এবং সংস্কৃতির ওপর এটা একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কয়েক দিন আগে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে আমার একটি সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। সে সময় টিভি সঞ্চালক আমাকে জিজ্ঞাসা করেন ‘আপনি ৬০০ মাদরাসা বন্ধ করে দিয়েছেন আপনার ইচ্ছেটা কি? আমি তাকে বললাম আমি ৬ শতাধিক মাদরাসা বন্ধ করেছি। আমার ইচ্ছা রাজ্যের সব মাদরাসা বন্ধ করে দেব।’ কারণ হিসেবে বলেন, ‘আমাদের মাদরাসার কোনো প্রয়োজন নেই। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ারের প্রয়োজন। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় তৈরির প্রয়োজনীয়তা আছে। কিন্তু এ নতুন ভারতে মাদরাসার কোনো প্রয়োজন নেই।

সর্বশেষ খবর