রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পশ্চিম তীরে প্রাণঘাতী হামলার পর ইসরায়েলে উত্তেজনা

ইসরায়েলের রাজধানী তেলআবিব ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুই হামলার ঘটনায় তিনজন নিহত হওয়ার পর ইসরায়েলে চরম উত্তেজনা বিরাজ করছে। গাজা ও লেবানন এবং ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর শুক্রবার পৃথক ওই দুই হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পশ্চিম তীরে বন্দুক হামলায় ২০ ও ১৬ বছর বয়সী দুই ইসরায়েলি বোন নিহত ও তাদের মা গুরুতর আহত হন। জর্ডান ভ্যালির ইহুদি বসতি হামরার কাছে গাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হন তারা। জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান ও সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের উচ্চ সতর্কতাবস্থার মধ্যেই জর্ডান ভ্যালিতে এ হামলার ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর