বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

আরও পাঁচ চিতা ছাড়া হচ্ছে ভারতের কুনো জঙ্গলে

আরও পাঁচ চিতা ছাড়া হচ্ছে ভারতের কুনো জঙ্গলে

ভারতে চিতা বাঘের বিস্তার ঘটাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ইতোমধ্যে ২০টি চিতাকে ভারতে আনা হয়েছে। যাদের রাখা হয়েছে কুনো অরণ্যে। তাদের মধ্যে চারটিকে কুনো অরণ্যের প্রাকৃতিক পরিবেশে ছাড়া হয়েছে। কিন্তু গত দুই মাসে দুটি চিতার মৃত্যু হয়েছে সেখানে। মধ্যপ্রদেশের ওই অরণ্যে ৫০টি আফ্রিকার চিতা পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। দুটি চিতার মৃত্যুর পরেও রাশ টানা হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পে। সোমবার কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক জানিয়েছে, বর্ষার আগেই মধ্যপ্রদেশের কুনো পালপুর অরণ্যের উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে আফ্রিকা থেকে আনা আরও পাঁচটি চিতাকে ছেড়ে দেওয়া হবে। তবে এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা জানান, আফ্রিকা থেকে আনা ৫০টি চিতা কোনো ভাবেই মধ্যপ্রদেশের কুনো-পালপুর জাতীয় উদ্যানে রাখা সম্ভব হবে না। সর্বোচ্চ ২০টির ঠাঁই হতে পারে এই বনে। প্রসঙ্গত, গত ২৭ মার্চ কুনোয় মৃত্যু হয়েছিল নামিবিয়া থেকে আনা পাঁচ বছরের স্ত্রী চিতা শাসার। ২৪ এপ্রিল মারা যায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা পুরুষ চিতা উদয়।

সর্বশেষ খবর