মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

চীনের সঙ্গে সৌদির বড় বিনিয়োগ চুক্তি!

‘আরব-চায়না বিজনেস কনফারেন্স’-এর প্রথম দিনেই ৩০টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির অধীনে মোট ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করা হয়েছে। এসব বিনিয়োগ হবে প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তির উৎস, কৃষি, রিয়েল এস্টেট, মিনারেল, পর্যটন ও স্বাস্থ্য খাতে। সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই দিন ধরে চলবে এই কনফারেন্স। এর মধ্যে শুধু চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা একটি কোম্পানির সঙ্গে ৫৬০ কোটি ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এমন সময় এসব চুক্তি স্বাক্ষর হলো যখন বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে উঠেছে রিয়াদ। দশম আরব-চীন বাণিজ্য সম্মেলন আয়োজিত হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায়। কয়েক দিন আগেই সৌদি আরব সফরে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার ওই সফরের উদ্দেশ্য ছিল সৌদি আরবকে বোঝানো যে, চীন-রাশিয়া ব্লকের থেকে যুক্তরাষ্ট্রকে বেশি প্রয়োজন সৌদি আরবের। তবে এর কদিনের মাথায়ই এ বাণিজ্য সম্মেলন আয়োজিত হলো।

 

সর্বশেষ খবর