বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

বাইডেনের দাঁতের ব্যথা ন্যাটো বৈঠক বাতিল

বাইডেনের দাঁতের ব্যথা ন্যাটো বৈঠক বাতিল

দাঁতের ব্যথায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ কারণে সোমবার সামরিক জোট ন্যাটোর প্রধানের সঙ্গে বৈঠকও বাদ দিয়েছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, যতদিন দ্বিতীয় রুট ক্যানেলের প্রক্রিয়া চলবে, ততদিন বাইরের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না প্রেসিডেন্ট। রুট ক্যানাল চিকিৎসার জন্য সোমবার সব কাজ পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

গণমাধ্যমে বাইডেনের চিকিৎসক কেভিন ওকনরের দেওয়া বিবৃতি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট রবিবার দাঁত ব্যথার কথা জানান। এরপর ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টার থেকে এক দল চিকিৎসক এসে তার এক্সরে ও রুট ক্যানেল করেন।  কেভিন বলেন, প্রেসিডেন্ট ভালোভাবে রুট ক্যানেল প্রক্রিয়া সহ্য করেন। কোনো জটিলতা তৈরি হয়নি। বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, প্রেসিডেন্ট ভালো আছেন এবং বিকাল থেকে তার বাসভবনে কাজ করছেন। ৮০ বছর বয়সী বাইডেন সোমবার আরও ব্যথা অনুভব করেন বলে জানা যায়। তাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। অসুস্থ হলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে নির্বাহী ক্ষমতা হস্তান্তর করেননি বাইডেন। বাইডেন এর আগে ১৯৯০ সালে প্রথমবার রুট ক্যানেল করান।

সর্বশেষ খবর