শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সহিংসতা, নিহত ৩

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। তার আগে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র জমা নিয়ে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে এ সহিংসতার জন্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে সব বিরোধী দল। গতকাল সকালের শুরুটা হয় বোমা, গুলি আর মৃত্যু দিয়ে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় কংগ্রেস এবং বামফ্রন্টের জোট প্রার্থীদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা গুলি চালায় বলে অভিযোগ। এতে গুলিবিদ্ধ হন চোপড়ার বেশ কয়েকজন বাম ও কংগ্রেস জোটের কর্মী। আহতদের সবাইকে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক সিপিআইএম কর্মীর মৃত্যু হয়।

দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ে। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ (আইএসএফ) কর্মী সমর্থকদের মধ্যে গোলাবর্ষণ শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আইএসএফ কর্মীর নাম মহিউদ্দিন মোল্লা, তৃণমূল কর্মী রশিদ মোল্লা। গুলিবিদ্ধ অবস্থায় আরও একাধিক ব্যক্তি ভর্তি রয়েছেন কলকাতার হাসপাতালে। পাশাপাশি ভাঙ্গড়ের বিজয়গঞ্জ বাজারে একাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটান ঘটে। এ ছাড়া বোমা গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ খবর