বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিমের অনেক শহর ও রাজধানী লক্ষ্য করে রাশিয়া রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে দেশটির অধিকাংশ এলাকার বাসিন্দাদের ভয়ের মধ্যে কাটাতে হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দাবি অনুযায়ী, রাশিয়ার ছোড়া ৩০টি শাহেদ ড্রোনের (ইরান-নির্মিত) ২৮টিই ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে, প্রায় ৭ লাখ বাসিন্দার শহর লিভভের সামরিক প্রশাসন জানিয়েছে, রাশিয়া শহরটির একটি ‘সংবেদনশীল স্থাপনায়’ আঘাত হেনেছে আর তাতে আগুন ধরে গেছে। তবে প্রাথমিক খবর অনুযায়ী হামলায় কেউ হতাহত হয়নি। জাপোরিঝঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়া অঞ্চলটির টেলিযোগাযোগ খাতসহ বেসামরিক বেশ কিছু স্থাপনায় আঘাত হানলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর