মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

২১ লাখ রুপিতে বিক্রি হলো রবীন্দ্রনাথের চিঠি

আজ থেকে ৯৩ বছর আগেকার কথা। হলদে রঙের কাগজজুড়ে তাঁর সংবেদনশীল মননের ছোঁয়া। সম্প্রতি নিলামে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা সেই দুর্লভ একটি চিঠি। বিক্রি হলো প্রত্যাশার চেয়েও সাতগুণ বেশি দামে। তাঁর লেখা ছোটগল্পের কয়েকটি ইংরেজি অনুবাদ অপছন্দ হওয়ায়, ১৯৩০ সালের ৩ জানুয়ারি সত্যভূষণ সেনকে এই চিঠি লিখেছিলেন রবি ঠাকুর। গেল সপ্তাহে নিলাম হাউস অষ্টগুরুর ‘কালেক্টর’স চয়েস মডার্ন ইন্ডিয়ান আর্ট শীর্ষক নিলামে এই চিঠিটিও তোলা হয়েছিল। কিন্তু সবাইকে রীতিমতো চমকে দিয়ে ২১ লাখ ১২ হাজার ২১২ টাকায় বিক্রি হয়। চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাঁর লেখা ছোটগল্পের কিছু ইংরেজি অনুবাদ পছন্দ হয়নি। ইংরেজি সাহিত্য-অনুরাগীরা এই অনুবাদ পছন্দ করছেন না, তার প্রমাণ রয়েছে তাঁর কাছে। চিঠিতে তিনি আরও জানান, সেই সময়ের ইংরেজি সাহিত্যের লেখার ধরনের সঙ্গে তাঁর ছোটগল্পের ইংরেজি অনুবাদের ধরনের কোনো মিল নেই।

সর্বশেষ খবর