মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

জাপানের আকাশে চীনের বেলুন?

এবার জাপান ও তাইওয়ানের আকাশে দেখা গেছে চীনের বেলুন। টোকিও জানিয়েছে, তাদের আকাশসীমার ওপর দিয়ে বেলুন উড়ে গেছে। তবে পরবর্তীতে আবার সেই ঘটনা ঘটলে তা ভূপাতিত করা হবে। তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের আকাশেও চীনের বেলুন দেখা যায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, এই বেলুন দিয়ে গোয়েন্দা নজরদারি চালায় চীন। তবে চীন জানায়, এই বেলুনগুলো আবহাওয়া-সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়েছিল। তাইওয়ান তাদের আকাশে বেলুনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি।

সর্বশেষ খবর