রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

‘মেগানকে নিয়ে দ্য সান এর নিবন্ধ অশ্লীল’

‘মেগানকে নিয়ে দ্য সান এর নিবন্ধ অশ্লীল’

প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলকে নিয়ে টেলিভিশন ব্যক্তিত্ব জেরেমি ক্লার্কসনের লেখা একটি নিবন্ধকে অশ্লীল বলে রায় দিয়েছে ব্রিটেনের সংবাদপত্র ও সাময়িকী নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার দ্য ইনডিপেনডেন্ট প্রেস স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আইপিএসও) এ রায় দিয়েছে। সূত্র : রয়টার্স।

গত ডিসেম্বরে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানে মেগান মার্কেলকে নিয়ে জেরেমি ক্লার্কসনের লেখা নিবন্ধটি প্রকাশিত হয়। সেখানে তিনি লিখেছেন, তার মনে হচ্ছে, প্রিন্স হ্যারির স্ত্রী মেগান এক দিন রাস্তায় নগ্ন হয়ে প্যারেড করতে বাধ্য হবেন। এ বক্তব্যকে অশ্লীল বক্তব্য বলে রুল জারি করেছে আইপিএসও। সংবাদপত্র ও সাময়িকী নিয়ন্ত্রক সংস্থা আইপিএসও রুলে বলেছে, ওই নিবন্ধ মেগানের জন্য মানহানিকর ও পক্ষপাতমূলক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর