বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অন্ত্যেষ্টিক্রিয়ায় নেওয়ার পথে জেগে উঠলেন নারী

স্বজনেরা শোকে মুহ্যমান। প্রিয়জন তাদের ছেড়ে চলে গেছে। ‘লাশ’ নিয়ে যাওয়া হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। হঠাৎ জেগে উঠলেন সেই নারী। শোকার্ত স্বজনেরা কিছু সময়ের জন্য বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা। সম্প্রতি থাইল্যান্ডের উদন থানি প্রদেশে এমন ঘটনা ঘটেছে। সূত্র : খালিজ টাইমস। ক্যান্সারে আক্রান্ত ৪৯ বছর বয়সী চাতাপর্ন স্রিপহোনলাকে ২৯ জুন মৃত ঘোষণা করা হয়েছিল। এরপর তাকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সবাইকে চমকে দিয়ে তিনি জেগে ওঠেন। চাতাপর্নের মা জানান, তার মেয়েকে হাসপাতালে রেখে ক্যান্সারের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা বলেন, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ অবস্থায় তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কারণ, তিনি চেয়েছিলেন জীবনের শেষ দিনগুলো তার মেয়ে স্বজনদের সঙ্গে কাটাক। তবে বাড়ি ফেরার পথে চাতাপর্ন ‘মারা’ যান। এ খবরে পরিবারের সদস্যদের হৃদয় ভেঙে যায়। এরপরও তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিতে হয়। এ সংক্রান্ত সব আয়োজন সম্পন্ন করেন তারা। অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্দেশে ‘লাশ’ নিয়ে যাত্রা শুরু করেন তারা। কিন্তু পথে তাদের জন্য বিস্ময় অপেক্ষা করছিল।

সর্বশেষ খবর