বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যুক্তরাষ্ট্রে আবার গুলি প্রাণ গেল চারজনের

যুক্তরাষ্ট্রে আবারও গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতে ফিলাডেলফিয়ায় গুলিতে চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে। ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত দুই শিশুর একটির বয়স দুই বছর, অন্যটির ১৩ বছর। হতাহত ব্যক্তিদের সবাই পুরুষ। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর তার কাছ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বুলেট প্রতিরোধী পোশাক (ব্যালিস্টিক ভেস্ট) পরে ছিলেন। তার নামপরিচয় প্রকাশ করা হয়নি। বিবিসি

সর্বশেষ খবর