শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মহাশূন্যে জোড়া তারার চমক

মহাশূন্যে জোড়া তারার চমক

পৃথিবী থেকে ১৪৭০ আলোকবর্ষ দূরের নতুন দুটি তারার হদিস পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এ যেন সত্যিই টুইঙ্কাল টুইঙ্কাল লিটল স্টার। তবে একসঙ্গে একজোড়া। নিকশ কালো মহাশূন্যের বুকে হীরার টুকরো হয়ে আলো ছড়াচ্ছে তারা। সেই ছবি এবার প্রকাশ্যে আনল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই ছবিও তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। গত কয়েক লাখ বছর ধরে নক্ষত্র দুটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, তারা দুটির গঠন এখনো শেষ হয়নি বলেও জানা  গেছে। তবে এই দুই নক্ষত্রের কোনো গ্রহ বা উপগ্রহ রয়েছে কি না তা জানা যায়নি। সম্প্রতি হারবিগ-হারো ৪৬/৪৭ জোড়া নক্ষত্রের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে নাসা। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, পৃথিবী থেকে ১ হাজার ৪৭০ আলোকবর্ষ দূরে রয়েছে ওই দুটি তারা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড ছবিতে মহাশূন্যে তারা দুটির ঘূর্ণন স্পষ্টভাবে ধরা পড়েছে। নাসা জানায়, তারা দুটি একে অপরের চারপাশে ঘুরছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর