শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

উত্তর কোরিয়াকে রুখতে প্রতিরক্ষা বরাদ্দ বাড়াল জাপান

গত কয়েকদিনে একাধিকবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। তার অধিকাংশই জাপান সাগর লক্ষ্য করেই উৎক্ষেপণ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই কমপক্ষে ১২টি মিসাইল ছুড়েছে দেশটি। আগামী দিনে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করতে মিসাইল ছোড়ার পরিমাণ আরও বাড়াতে পারে উত্তর কোরিয়া, সেরকমই অনুমান বিশেষজ্ঞদের। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে দিনে দিনে ভয়ংকর হয়ে উঠছে উত্তর কোরিয়া। ফলে তাদের প্রতিরক্ষায় আরও বাজেট বাড়াতে হচ্ছে।

সর্বশেষ খবর