মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চলতি বছর বসবাসের জন্য সেরা যেসব শহর

করোনা মহামারির স্থবিরতার পরে বিশ্বের অনেক শহরে জীবনযাত্রার মান আবার উন্নত হতে শুরু করেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স অনুযায়ী, অনেক শহরে সামগ্রিক জীবনযাত্রার মান গত ১৫ বছরের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর্থ-সামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোসহ নানা বিষয়কে সূচক ধরে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর ১৭৩টি শহরের তালিকা তৈরি করে। বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং যুদ্ধ অস্থিরতার মুখে সামগ্রিকভাবে স্থিতিশীলতার স্কোর অনেকখানিই কমে গেছে। কিন্তু এরপরও মূলত এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সেরা ১০ বাসযোগ্য শহর- ভিয়েনা (অস্ট্রিয়া), কোপেনহেগেন (ডেনমার্ক), মেলবোর্ন (অস্ট্রেলিয়া), সিডনি (অস্ট্রেলিয়া), ভ্যাঙ্কুভার (কানাডা), জুরিখ (সুইজারল্যান্ড), ক্যালগারি (কানাডা), জেনেভা (সুইজারল্যান্ড), টরন্টো (কানাডা), ওসাকা (জাপান) ও অকল্যান্ড (নিউজিল্যান্ড)।

সর্বশেষ খবর