মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ : শাহবাজ

তিনি আর জীবনে রাজনীতিই করতে পারবেন না। পাকিস্তানের সর্বোচ্চ আদালত বছর চারেক আগে এমন রায় দিয়েছিলেন। এরপর ২০১৯ সালে পাকিস্তান থেকে নির্বাসনে চলে যান লন্ডনে। বলা হচ্ছে পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কথা। এবার তিনি আবার পাকিস্তানে ফিরছেন আর এটা কয়েক সপ্তাহের মধ্যে। এর মধ্যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানালেন, পাকিস্তানের আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ফের ক্ষমতায় এলে দেশটির প্রধানমন্ত্রী হবেন দলটির প্রধান নওয়াজ শরিফ। রবিবার এক অনুষ্ঠানে একথা বলেন শাহবাজ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মিত্রদলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী ১২ আগস্টের আগেই ভেঙে দেওয়া হবে জাতীয় পরিষদ। জিও নিউজে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভেঙে দেওয়ার পরপরই আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর