মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
মণিপুরে সহিংসতা

নারীদের করা পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে

ভারতের মণিপুরে সহিংসতা সম্পর্কিত কয়েকটি পিটিশনের শুনানি করতে চলেছে দেশটির সুপ্রিম কোর্ট। গত তিন মাস ধরে জাতিগত সহিংসতায় বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি। বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর ওপরও শুনানি হবে। ওই ভিডিওতে দেখা যায়, একদল মানুষ দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরাচ্ছে। পরে তাদের শ্লীলতাহানি করা হচ্ছে। বিষয়টি গোটা ভারতে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। মে মাসের প্রথম দিকে মণিপুরে সহিংসতা শুরু হওয়ার পর পর তাদের ওপর ওই হামলা চালানো হয়। তবে চলতি মাসেই বিষয়টি সামনে আসে। ওই দুই নারীর পিটিশনে সুষ্ঠু বিচার এবং তাদের পরিচয় রক্ষার দাবি জানানো হয়েছে। আরেকটি পিটিশন করা হয়েছে ফেডারেল সরকারের পক্ষ থেকে। সেখানে সুপ্রিম কোর্টকে মামলার বিচারকে রাজ্যের বাইরে নিয়ে যেতে এবং ছয় মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর