শিরোনাম
বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নাইজার থেকে ইউরোপীয়দের সরিয়ে নেওয়া শুরু

নাইজার থেকে ইউরোপীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। গতকাল থেকে ফরাসি নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপীয়দের সরিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দেবে ফ্রান্স।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রবিবার আমাদের দূতাবাসে হামলা হয়েছে। এদিকে অভ্যুত্থানের সমর্থকরা ফরাসি পতাকা পুড়িয়েছে। এই ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্সের স্বার্থের ওপর হামলা হলে দ্রুত ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিম আফ্রিকার একটি দেশ নাইজার। ইউরেনিয়াম, কয়লা, সোনার মতো প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশটিতে। দীর্ঘদিন উপনিবেশ থাকার পর ১৯৬০ সালে ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা পায় নাইজার। তবে আজও দেশটিতে ফরাসি প্রভাব রয়েছে। অভিযোগ, আজও দেশটির সম্পদ লুট করছে প্যারিস। এই প্রেক্ষাপটে, গত বুধবার নাইজারে সেনা অভ্যুত্থান ঘটে।

সর্বশেষ খবর