বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ধর্মীয় শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র হরিয়ানা, নিহত ৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় হরিয়ানা রাজ্যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। আহত ৩০ জনের বেশি। দেশটির একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সোমবার গুরুগ্রামের কাছে নুহ-তে ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন সংঘর্ষের সূত্রপাত। পুলিশ বলছে, একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে এই সহিংসতা ছড়ায় রাজ্যে। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) যাত্রা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। শোভাযাত্রা থামাতে পাথর ছোড়ে একদল যুবক। এরপর দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে চারজন মারা যান। শোভাযাত্রায় আড়াই হাজারের মতো লোক অংশ নিয়েছিলেন। জ্বালিয়ে দেওয়া হয়েছে মোটরসাইকল, গাড়ি ও দোকানপাট। সহিংসতা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জায়গায়। সোমবার রাত থেকে রাজ্যের অনেক জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন।

সর্বশেষ খবর