বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হরিয়ানায় ছড়াচ্ছে দাঙ্গা, দিল্লিতে সতর্কাবস্থা

ভারতের হরিয়ানার নুহ জেলায় শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গা পাশের গুরুগ্রাম শহরেও ছড়িয়ে পড়ছে। পরিস্থিতির অবনতি হতে থাকায় দিল্লিতেও সতর্কাবস্থায় আছে পুলিশ, জোরদার করা হয়েছে নিরাপত্তা। গুরুগ্রাম থেকে রাজধানী নয়া দিল্লির দূরত্ব ২০ কিলোমিটারেরও কম। মঙ্গলবার রাতে গুরুগ্রামের ৭০ নম্বর সেক্টরে একটি আবাসিক কমপ্লেক্সের পাশে বেশ কয়েকটি দোকান ও ঝুপড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিকে ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন, নুহর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোটা ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে। তিনি জানান, ওই ঘটনায় চারজন সাধারণ নাগরিক ও দুজন হোমগার্ডের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন। এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবাইকে আজ রিমান্ডে পাঠানো হবে যাতে এ ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। এ দিন বিক্ষিপ্তভাবে কয়েকটি সহিংসতার ঘটনা ঘটার পর প্রশাসন কিছু বিধিনিষেধ জারি করে। অগ্নিসংযোগের মতো ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পেট্রল ও ডিজেলের খুচরা বিক্রি নিষিদ্ধ করেছে।

সর্বশেষ খবর