বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চরম গরমে ইরানে দুই দিনের সরকারি ছুটি

ইরানের অনেক শহরে এরই মধ্যে অস্বাভাবিক রকম তাপমাত্রা অনুভূত হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে এ সপ্তাহে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫১ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে। নজিরহীন এ তাপমাত্রার কারণে ইরানে গতকাল থেকে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, বয়স্ক ব্যক্তি এবং স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছেন যারা, তাদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি মুখপাত্র আলী বাহাদোরি-জাহরোমিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (গতকাল) এবং বৃহস্পতিবার (আজ) দেশটিতে সরকারি ছুটি থাকবে। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরানের হাসপাতালগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিশ্বের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে। এর জন্য প্রকৃতির সঙ্গে মানুষের নেতিবাচক আচরণকে দায়ী করা হচ্ছে।

সর্বশেষ খবর