বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইউক্রেন যুদ্ধ থামাতে জেদ্দায় ৩০ দেশের বৈঠক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি অস্থিরতা তৈরি করেছে বিশ্বজুড়ে। খাদ্য থেকে শুরু করে জ্বালানি, অর্থনীতি সব ক্ষেত্রেই এর ব্যাপক প্রভাব পড়েছে। তার মধ্যে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। এ অবস্থায় যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছে সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ৫ ও ৬ আগস্ট সৌদি আরবের জেদ্দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আন্তর্জাতিক আলোচনার ডাক দেওয়া হয়েছে। এ আলোচনায় আমেরিকা, ব্রাজিল, মিসর, মেক্সিকো, চিলিসহ ৩০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছে ভারতও।

তবে এ আলোচনায় রাশিয়া কোনো প্রতিনিধি পাঠাবে কি না, সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সৌদি আরবের এ উদ্যোগের ইতিবাচক কোনো ফল মিলবে কি না তা এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ খবর