বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চার বছর পর জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ খারিজ মামলার শুনানি

জম্মু-কাশ্মীরের অধিকাংশ দল কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে হলফনামার বিরোধিতা করেছে। তাদের মতে, সংবিধানে প্রদত্ত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা যেভাবে প্রত্যাহার করা হয়েছে, তা অসাংবিধানিক। ২০১৯ সালের ৫ আগস্ট যা যা করা হয়েছে, সব বেআইনিভাবে। প্রতিটি পদক্ষেপই অসাংবিধানিক।

সেই ঘটনায় অর্থাৎ ভারতের কাশ্মীর রাজ্যের ৩৭০ অনুচ্ছেদ রদ ও রাজ্য দুই ভাগ করা-সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি অবশেষে গতকাল সুপ্রিম কোর্টে শুরু হয়েছে। দীর্ঘ চার বছর পর ওই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতার তুল্যমূল্য বিচার শেষে সুপ্রিম কোর্ট এ মামলায় রায় দেবেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ মামলা লাগাতার শুনবেন বলে জানিয়েছেন। মোট ২০টি আবেদন জমা পড়েছে। ১১ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ২৭ জুলাইয়ের মধ্যে সব পক্ষকে তাদের আবেদন একত্র করে জমা দিতে। ওই দিনের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সুপ্রিম কোর্ট শনি ও রবিবার বন্ধ থাকে। সোম ও শুক্রবার অন্যান্য বিষয়ের মামলা শুনবেন। সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ সাংবিধানিক বেঞ্চ শুধু কাশ্মীর মামলা শুনবেন বলে প্রধান বিচারপতি জানিয়েছেন।

 

 

সর্বশেষ খবর