সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৮০

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৮০

পাকিস্তানের নবাবশাহ জেলায় দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রেন -এএফপি

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেসের একাধিক কোচ লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল সিন্ধু প্রদেশের নবাবশাহ জেলা।

ডন জানায়, শাহজাদপুর ও নবাবশাহর মধ্যে সাহারা রেলওয়ে স্টেশনের কাছে রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেসের ১০টি বগি উল্টে যায়। উদ্ধার অভিযানে ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান চলছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, ট্রেনটিতে বিপুল সংখ্যক মানুষ ছিলেন। বেনজিরাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইউনিস চান্দিও বলেছেন যে, ছিটকে যাওয়া ১০টি বগির মধ্যে ৯টি থেকে সবাইকে বের করা হয়েছে। আহত এবং লাশ বের করে আনা হয়েছে। তবে এখনো একটি বগি বাকি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, শেষ বগিটি থেকে মানুষদের বের করতে ভারী যন্ত্রপাতি দরকার।

সর্বশেষ খবর