শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নির্বাচনের আগেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

নির্বাচনের আগেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

আগামী মাসেই পাকিস্তান ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর আগে তার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী ও তার ছোটভাই শাহবাজ শরিফ। দেশ যখন আগামী নির্বাচনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, তখন বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ। দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ।

বৃহস্পতিবার জিও নিউজে হামিদ মীরের সঞ্চালনায় ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে অংশ নেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরপর তিনি লন্ডন সফর করবেন। দেখা করবেন বড় ভাই নওয়াজের সঙ্গে। শাহবাজ শরিফ বলেন, ‘আশা করছি, আগামী মাসে নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরতে পারেন। দেশে ফিরলে তাকে (নওয়াজ) আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।’ দেশে ফিরে নওয়াজ শরিফ আগামী নির্বাচনের আগে প্রচারণায় দলের (পিএমএল-এন) হাল ধরবেন বলেও জানিয়েছেন শাহবাজ শরিফ। উল্লেখ্য, অবৈধ উপায়ে অর্থের মালিক হওয়ার কারণে ২০১৬ সালে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এরপর তিনি পদত্যাগ করেন। তারপর থেকে তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন।

সর্বশেষ খবর