বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চাঁদের খুব কাছের ছবি পাঠাল চন্দ্রযান-৩

চাঁদের খুব কাছের ছবি পাঠাল চন্দ্রযান-৩

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো চাঁদের আরও কিছু ছবি শেয়ার করেছে। এ ছবিগুলো চন্দ্রপৃষ্ঠের মাত্র ৭০ কিলোমিটার দূর থেকে তুলেছে দেশটির চন্দ্রযান-৩। পরিকল্পনা অনুযায়ী আজ ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযানটির ল্যান্ডার বিক্রম। বিক্রমের চাঁদে নামার এ ঐতিহাসিক পর্যায়টিতে পথনির্দেশকের দায়িত্ব পালন করবে যে ক্যামেরাটি, সেই ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (এলপিবিসি) ছবিগুলো তুলেছে। ইসরো জানিয়েছে, শনিবার চন্দ্রপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার ওপর থেকে ছবিগুলো তুলেছে এলপিবিসি। বিক্রমের ডিভাইসে থাকা চাঁদের রেফারেন্স ম্যাপের সঙ্গে এলপিবিসির তোলা ছবিগুলো যাচাই করে নিজের অবস্থান নির্ধারণ করবে। আর এভাবেই ধাপে ধাপে চাঁদের বুকে নামবে ভারতীয় এ ল্যান্ডারটি।

 

সর্বশেষ খবর