সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চাঁদে কেমন তাপমাত্রা জানাল চন্দ্রযান ৩

চাঁদে কেমন তাপমাত্রা থাকে? সেই সংক্রান্ত তথ্য পাঠাল ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। সেই তথ্য শেয়ার করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো।

সংস্থাটি জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রপৃষ্ঠে তাপমাত্রা কেমন থাকে, কীভাবে বিভিন্ন গভীরতায় তাপমাত্রার পরিবর্তন হয়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে পে-লোডার। সংস্থাটি আরও জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠে যত গভীরতা বেড়েছে, তত বেড়েছে তাপমাত্রা। আর বিক্রম যে গ্রাফ পাঠিয়েছে তাতে চন্দ্রপৃষ্ঠের ২০ মিলিমিটার গভীর থেকে চন্দ্রপৃষ্ঠের ওপর ৮০ মিলিমিটার পর্যন্ত অংশে তাপমাত্রার হেরফের তুলে ধরা হয়েছে। চন্দ্রপৃষ্ঠের ৮০ মিলিমিটার উঁচুতে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি মতো ছিল। যত নীচের দিকে উঠেছে, তত তাপমাত্রা বেড়েছে। সেভাবেই একটা সময় তাপমাত্রা ৫০-৬০ ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে। ইসরোর ওই গ্রাফ থেকে আরও একটি তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে চন্দ্রপৃষ্ঠের উপরের দিকে তাপমাত্রার পরিবর্তনের হার কম ছিল। পরবর্তীতে যত নিচের দিকে নেমেছে, তত দ্রুত তাপমাত্রার হেরফের হয়েছে।

সর্বশেষ খবর