সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পৃথিবীর তাপমাত্রা আর ২ ডিগ্রি বাড়লেই বিপদ

পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার চরম প্রভাব দেখছে মানুষ। আমেরিকার রাজ্য মেরিল্যান্ড থেকে দাবানল ছড়িয়েছিল কানাডায়। আর ইউরোপের বেশিরভাগ অংশ এখন জ্বলছে দাবানলে। এ অবস্থায় নাসা জানাল এক ভয়ংকর তথ্য। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, যদি বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়তে থাকে এবং প্রাক-শিল্প স্তরের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে থাকে, সেক্ষেত্রে বিশ্বের মানুষ একসঙ্গে বেশ কয়েকটি জলবায়ু পরিবর্তনের ঘটনা এবং সেগুলোর প্রভাবের সম্মুখীন হতে পারে। ওই গবেষণায় জানানো হয়েছে, এর ফলে বিশ্বের জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি মানুষ প্রতি বছর তীব্র গরমের সম্মুখীন হবে। আর অ্যামাজনের মতো এলাকাকে বিপজ্জনকভাবে ধ্বংসস্তূপে পরিণত হবে। পাশাপাশি বিশ্বব্যাপী দাবানলের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের বেশিরভাগ অঞ্চল আরও বেশি তাপ অনুভব করবে।

সর্বশেষ খবর