সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ ইউক্রেনের তিন পাইলট নিহত

ইউক্রেনে প্রশিক্ষণরত বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত হয়েছেন। শনিবার ইউক্রেন এয়ার ফোর্সের তরফে জানানো হয়। কিয়েভের পশ্চিম অঞ্চলে এই প্রশিক্ষণ চলছিল। মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়। তাতে তিনজন পাইলট প্রাণ হারান।

এয়ার ফোর্সের তরফে জানানো হয়, পশ্চিমা জোটের পাঠানো ৬১টি এফ-১৬ ফাইটার জেটগুলোকে প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো মাঝ আকাশে প্রশিক্ষণ নিচ্ছিল বিমানগুলো। মৃত সামরিক পাইলটদের মধ্যে রয়েছেন অ্যান্দ্রি পিলস্কিকোভ। যিনি ইউক্রেনের প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক অফিসার ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম বহুবার ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। দক্ষ অফিসার হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এয়ার ফোর্স জানিয়েছে, কীভাবে এ দুর্ঘটনা হলো তার তদন্ত চলছে। এয়ার ফোর্সের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, যারা ইউক্রেনের মুক্ত আকাশকে রক্ষা করে, তাদের ইউক্রেন সর্বদা মনে রাখবে। এ বিমান সংঘর্ষ ও মৃত্যুর খবরটি ইউক্রেনের জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ দেশটি তার সহযোগীদের কাছ থেকে ৬১টি এফ-১৬ যুদ্ধ বিমান গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ খবর