সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জানা গেল ১০ হাজার পেঙ্গুইনের মৃত্যুর কারণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকৃতির প্রায় সব ক্ষেত্রেই পড়তে শুরু করেছে। অতিসম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে অ্যান্টার্কটিকার এম্পেরর প্রজাতির পেঙ্গুইন। এরই মধ্যে এ প্রজাতির প্রায় ১০ হাজার পেঙ্গুইন ছানার বিপর্যয়কর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানায়, পানিতে সাঁতার উপযোগী জলরোধী পালক গজানোর আগেই পেঙ্গুইনের ছোট ছোট ছানাগুলোর পায়ের নিচের বরফ গলে তা ভাঙতে শুরু করে। ফলে হয় পানিতে ডুবে কিংবা বরফ-ঠান্ডা পানিতে জমে ছানাগুলো মারা যায়। ঘটনাটি ঘটেছে গত বছর অ্যান্টার্কটিকার পশ্চিমে, বেলিংশাউসেন সাগরের সম্মুখভাগে। স্যাটেলাইটের ছবিতে সে দৃশ্য ধরা পড়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, বিশ্ব উষ্ণায়নের এই যুগে বরফ ক্রমাগত গলতে থাকায় চলতি শতকের শেষ নাগাদ ৯০ শতাংশেরও বেশি এম্পেরর পেঙ্গুইন কলোনি বিলুপ্ত হয়ে যাবে। কারণ ব্যাখ্যায় বিবিসিকে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) ড. পিটার ফ্রেটওয়েল বলেন, এ (এম্পেরর) প্রজাতির পেঙ্গুইন তাদের প্রজনন চক্রের জন্য সাগরের বরফের ওপর নির্ভরশীল; ছানাদের বিকাশে এই বরফ তাদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফরম। কিন্তু সে বরফই যদি যথেষ্ট এলাকাজুড়ে না থাকে, কিংবা দ্রুত গলে যায়- তাহলে এই পাখিরা বিপদে পড়ে যাবে। গত বছর স্যাটেলাইটের মাধ্যমে অ্যান্টার্কটিকার পশ্চিমে বেলিংশউসেন সাগরের সম্মুখভাগে অবাধে হাজারো পেঙ্গুইন মারা যাওয়ার ঘটনাটি উঠে আসে।

সর্বশেষ খবর