রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সহসাই ইউক্রেন যুদ্ধের অবসান হচ্ছে না : গুতেরেস

সহসাই ইউক্রেন যুদ্ধের অবসান হচ্ছে না : গুতেরেস

সহসাই ইউক্রেন যুদ্ধ থামছে না। যুদ্ধে দুই পক্ষই সামরিক শক্তির মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে অটল। রাশিয়া ও ইউক্রেনের এমন অবস্থানের কারণে শিগগিরই এ যুদ্ধের অবসানের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারতের নয়াদিল্লিতি অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর জোট জি২০ শীর্ষ সম্মেলনের আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জাতিসংঘপ্রধান।

গুতেরেস বলেন, অদূর ভবিষ্যতে আমরা একটি শান্তিপূর্ণ সমাধান পাব, এ বিষয়ে আমি খুব আশাবাদী নই। আমার মনে হয়, দুই পক্ষ এখনো এ সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে আছে। গতকাল শুরু হওয়া দুই দিনের এবারের জি২০ সম্মেলন আজ শেষ হবে। এ সম্মেলনের আয়োজক দেশ জোটের সভাপতি ভারত। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে জড়ো হয়েছেন। এ সম্মেলনে তারা বৈশ্বিক সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। বরাবরের মতো এবারের সম্মেলনের আলোচনায় বড় অংশজুড়ে থাকবে ইউক্রেন যুদ্ধ। তবে গত বছর ইন্দোনেশিয়ার বালি সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিশ্ব নেতারা।

 

সর্বশেষ খবর