শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিখোঁজ চীনা প্রতিরক্ষামন্ত্রী!

ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত

নিখোঁজ চীনা প্রতিরক্ষামন্ত্রী!

পররাষ্ট্রমন্ত্রীর পর এবার লাপাত্তা চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। গত দুই সপ্তাহের বেশি সময় তাকে জনসমক্ষে দেখা যায়নি। প্রতিরক্ষামন্ত্রী নিখোঁজ নিয়ে মুখ খুলেছে আমেরিকা। লি শাংফুকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি তুলে ধরে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী লির বিরুদ্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

এদিকে জাপানে নিযুক্ত মার্কিন কূটনীতিক রাহম ইমানুয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষামন্ত্রী শাংফুকে তিন সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না বা এ সময়ের মধ্যে তার কোনো বক্তব্য শোনা যায়নি। মার্কিন এ কূটনীতিক আরও বলেছিলেন, চীনের প্রতিরক্ষামন্ত্রীকে গৃহবন্দি করা হয়ে থাকতে পারে। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ব্যাখ্যাতীতভাবে নিখোঁজ হয়েছিলেন। পরে গত জুলাইয়ে তাকে পদচ্যুত করা হয়। বেইজিংয়ের টালমাটাল অবস্থার সর্বশেষ লক্ষণ হচ্ছে প্রতিরক্ষামন্ত্রীর জনসমক্ষের আড়ালে চলে যাওয়া।

তবে কী কারণে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বেইজিং। এদিকে, শি জিন পিং দেশের প্রতিরক্ষামন্ত্রীর বেপাত্তা নিয়ে সরকারিভাবে হোয়াইট হাউসের তরফে দেওয়া হয়নি বিবৃতি। বিষয়টি ওপর নজর রাখা হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত আগস্ট মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। ১৫ আগস্ট মস্কোয় নিরাপত্তা সম্মেলনে অংশও নিয়েছিলেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সম্প্রতি তাঁর সরকারে বড় ধরনের রদবদল আনেন। দুই রকেট ফোর্স জেনারেলকে সরিয়ে দেন। তারা হলেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান লি ইউচাও ও তার ডেপুটি লিউ গুয়াংবিন।

তারা দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তদারকের দায়িত্বে ছিলেন। তাদেরও কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।

সর্বশেষ খবর