রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পারস্য উপসাগরে ট্যাংকার আটক করল তেহরান

পারস্য উপসাগর থেকে ইরানের তেল চুরির সময় দুটি বিদেশি তেল ট্যাংকার আটক করেছে তেহরান। দেশটির নৌ শাখার সদস্যরা ট্যাংকারগুলো আটক করে।

নেভাল জোনের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শরীফ শিরালি শুক্রবার এ তথ্য জানিয়েছেন। পারস্য উপসাগর থেকে সংঘবদ্ধভাবে ইরানের তেল ও গ্যাস চুরির সময় ট্যাংকার দুটি আটক করা হয়।

শিরালি জানান, ইরানের বিচার বিভাগের নির্দেশে স্টিফেন ও ক্রাউন নামে পানামা এবং তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করা হয়েছে। এই অভিযানের সময় প্রায় ১৫ লাখ লিটার তেল উদ্ধার করা হয়। ট্যাংকার দুটি আটক করে ইরানের বন্দর-ই মাহশাহর ও আরভান্দ ঘাঁটিতে নেওয়া হয়। এ সময় ট্যাংকারের ৩৭ ক্রুকে ইরানের বিচার বিভাগের হাতে সোপর্দ করা হয়। প্রেসটিভি

সর্বশেষ খবর