বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
নাগারনো-কারাবাখ সংঘাত

২৭ জন নিহত হওয়ার পর অস্ত্র বিরতিতে সম্মত দুই পক্ষ

আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলে নতুন করে সংঘাতে ২৭ জন নিহত হয়েছে। দুই দিন ধরে আর্মেনিয়ার ওই অঞ্চলে অভিযান চালায় আজারবাইজানের সেনারা। আজারবাইজান বলছে, কারাবাখের জাতিগত আর্মেনিয়ানরা আত্মসমর্পণ না করলে এই অভিযান থামবে না। এরপর সেখানে দুই পক্ষকেই অস্ত্রবিরতির আহ্বান জানায় রাশিয়া। তাতে কাজ হয়েছে। জাতিগত আর্মেনীয় বাহিনী জানিয়েছে, নাগারনো-কারাবাখে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কার্যালয় বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছে। বিচ্ছিন্ন ওই অঞ্চলের চারপাশে কয়েক মাস ধরে উত্তেজনা বেড়ে গেছে। তিন বছর আগেও সংঘাতে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।

 

সর্বশেষ খবর