মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
খাশোগি হত্যাকান্ড

পাঁচ বছরেও মেলেনি ন্যায়বিচার

পাঁচ বছরেও মেলেনি ন্যায়বিচার

সাংবাদিক ও কলামিস্ট সৌদি নাগরিক জামাল খাশোগি হত্যার পাঁচ বছর পূর্ণ হলো গতকাল। সৌদি রাজতন্ত্রের এই সমালোচককে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। পরে এই হত্যাকান্ডের দায় পড়ে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওপর। এ হত্যাকান্ডের পর এত সময় পার হলেও ন্যায়বিচার তো দূরের কথা, দেশটির ওপর তেমন চাপই তৈরি করতে পারেনি বিশ্ব। এ অবস্থায় সৌদি অধিকারকর্মীরা কোনো রকমের তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন?

এ হত্যাকান্ড নিয়ে পাঁচ বছর আগে বিশ্ব মিডিয়াও সোচ্চার ছিল। যেমন- ওয়াশিংটন পোস্টের খবর, ‘সিআইএ বলছে খাশোগির হত্যার পেছনে সৌদি ক্রাউন প্রিন্সের হাত’। অথবা নিউইয়র্ক টাইমসের খবর ছিল, ‘খাশোগি হত্যা : কীভাবে একটি সৌদি নিষ্ঠুর হত্যাকান্ডের গোমর ফাঁস’। কিন্তু এখন এ নিয়ে কোনো উচ্চবাচ্চ হচ্ছে না। আবশ্য সৌদি আরবে এ ঘটনায় বিচারকান্ড পরিচালিত হচ্ছে।

সর্বশেষ খবর