বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১৭ লাখ আফগান আশ্রয়প্রার্থীকে পাকিস্তান ছাড়ার নির্দেশ

পাকিস্তানে অবস্থানরত (অবৈধভাবে) আফগানিস্তানের নাগরিকদের আগামী মাসের মধ্যে নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। হুমকি দেওয়া হয়েছে স্বেচ্ছায় যদি না যায়, তাহলে জোর করে ফেরত পাঠানো হবে। পাকিস্তান বলছে, তাদের দেশে আফগানিস্তানের প্রায় ১৭ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছে। পাকিস্তান প্রশাসন বলছে, গত কয়েক মাসে পাক-আফগান সীমান্তবর্তী প্রদেশগুলোতে ‘জঙ্গি’ হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে ইসলামাবাদের। এমন বাস্তবতায় অনুমতি ছাড়া বসবাসরত ওই ১৭ লাখ আফগান নাগরিককে পাকিস্তান ছেড়ে চলে যেতে হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বুগতি মঙ্গলবার ঘোষণায় অবৈধ আশ্রয় প্রার্থীদের অবিলম্বে পাকিস্তান ছাড়তে বলেছেন। যদিও সম্প্রতি বেলুচিস্তানে ভয়াবহ হামলায় অর্ধশতাধিক মানুষ নিহতে তালেবান জড়িত কি না এ নিয়ে অভিযোগ তোলেননি তিনি।

২০২১ সালে আশরাফ গনির সরকারকে উৎখাত করে আবারও ক্ষমতায় ফেরে সশস্ত্র গোষ্ঠী তালেবান। ওই সময়ে অনেক আফগান নাগরিক প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নেন। জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গেছে, ১৩ লাখ আফগান নাগরিক শরণার্থী হিসেবে নিবন্ধিত এবং আরও ৮ লাখ ৮০ হাজার থাকার জন্য আইনি মর্যাদা পেয়েছেন। কিন্তু শরণার্থী মর্যাদা পায়নি অবৈধভাবে ১৭ লাখ আফগান নাগরিক পাকিস্তানে অবস্থান করছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের থাকার কোনো বৈধতা নেই।

সর্বশেষ খবর