শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে ‘চাপে’ বাইডেন

ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে ‘চাপে’ বাইডেন

দুই দিন আগেও ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি মার্কিন মিত্ররা তার এই প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে পারে বলেও আশ্বস্ত করেছিলেন। এর মধ্যেই প্রেক্ষাপট বদলে গেছে। ইউক্রেনকে সহযোগিতার কারণে পদ হারাতে হয়েছে মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থিকে। এ পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করতে বাধ্য হয়েছেন, ওয়াশিংটনে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখা হুমকির মধ্যে পড়তে পারে। গতকাল এ আশঙ্কা মাথায় রেখে তিনি রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন কিয়েভের জন্য জরুরি সহযোগিতা চালিয়ে যেতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে। স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের ফলে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা তহবিল বাধাগ্রস্ত হবে কি না জানতে চাইলে সাংবাদিকদের বাইডেন বলেছেন, এটি আমাকেও উদ্বিগ্ন করে। কিন্তু আমি জানি প্রতিনিধি পরিষদ ও সিনেটের উভয় দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য ইউক্রেনকে সহযোগিতা দেওয়াকে সমর্থন করেন। বাইডেন বলেছেন, তিনি শিগগিরই একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এতে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবেন। ওয়াশিংটনে রাজনৈতিক বিশৃঙ্খলায় এ সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে এবং ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

সর্বশেষ খবর