শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

২০ মার্কিন সিনেটরের শঙ্কা

সৌদি-ইসরায়েল চুক্তি

ফিলিস্তিন সমস্যাকে দূরে সরিয়ে রেখে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক জোরদার করার তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ চুক্তি নিয়ে বাইডেন তার নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণেতাদের বাধার মুখে পড়তে পারেন, এমন আশঙ্কার কথা বেশ আগে থেকেই বলে আসছেন বিশেষজ্ঞরা। এবার সেই আশঙ্কার কথাই সত্য হলো। মার্কিন-ইসরায়েল-সৌদি কূটনৈতিক চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ২০ মার্কিন ডেমোক্র্যাট সিনেটর। বাইডেনকে দেওয়া এই চিঠির পেছনে মূল ভূমিকা পালন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ক্রিস মারফি, ডিক ডারবিন, ক্রিস ভ্যান হোলেন ও পিটার ওয়েলচ প্রমুখ। মার্কিন সিনেটররা বলছেন, ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে এই চুক্তির বিনিময়ে রিয়াদ যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা বা পারমাণবিক সহায়তার দাবি করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

সর্বশেষ খবর